সৌদির কাছে অস্ত্রবিক্রি স্থগিত করলো নরওয়ে

আমাদের ইসলাম : সৌদি আরবের কাছে অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নরওয়ে। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সৌদি আরবের অভ্যন্তরীণ ও ইয়েমেন পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নিয়েছে নরওয়ে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিকসেন সোয়েরেইড বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সৌদি আরবের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক কাজে ব্যবহৃত বহুমুখী সামগ্রী রফতানির নতুন কোনো লাইসেন্স দেওয়া হবে না।
তবে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কারণে এ সিদ্ধন্ত কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি।
যদিও খাশোগি হত্যা ইস্যুতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে তলবের এক সপ্তাহ পর অসলো এই সিদ্ধান্ত ঘোষণা করলো।
এর আগে গত মাসে জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল। দেশটি জানিয়েছিল, খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা না করা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।